আমরা চেষ্টা করছি আমাদের অপারেশনের সক্ষমতা আরো বৃদ্ধি করে। আঞ্চলিক ও বাইরের হুমকি থেকে বাংলাদেশের আকাশ সীমা রক্ষায় বিমান বাহিনীর সাজছে যুদ্ধের সাজে। বিমান বাহিনী প্রধান জানিয়েছেন, যে কোন হুমকি ঠেকাতে প্রস্তুত তারা। বাহিনীর সক্ষমতা আরো বৃদ্ধি অর্থাৎ নতুন আধুনিক যুদ্ধবিমান সংগ্রহের ইঙ্গিত দিয়েছেন তিনি।
বিশ্বের শক্তিশালী বিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ। |
এরই মধ্যে বিভিন্ন মাধ্যমে বেশ কয়েকটি যুদ্ধবিমানের নাম শোনা যাচ্ছে। যা বাংলাদেশ বিমান বাহিনী ক্রয় করতে পারে। এই তালিকায় উঠে আসছে আকাশের দাপট দেখানো চিনা যুদ্ধবিমান।
ভারতের রাফাল যুদ্ধবিমানকে টক্কর দিতে এরই মধ্যে পাকিস্তান চীন থেকে সংগ্রহ করেছে এই সিঙ্গেল ইঞ্জিন মাল্টি রোল কমব্যাট ফাইটার। এবার বাংলার আকাশ পাহারা দিতেও দেখা যেতে পারে এই বিমান। যুদ্ধ বিমানটি হাতে এলে বাংলাদেশও পাল্লা দিতে পারে ভারতের রাফালের সাথে।
আঞ্চলিক ও প্রতিবেশী দেশগুলোর তুলনায় আকাশ সক্ষমতায় বেশ পিছিয়ে রয়েছে বাংলাদেশ। চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বিমান থাকলেও তা বেশ পুরনো প্রযুক্তি। তবে সাম্প্রতিক সময়ে ভূরাজনৈতিক উত্তেজনা বিবেচনা এবং শক্তি বাড়াতে তৎপর হয়ে উঠেছে বাংলাদেশ। সম্প্রতি বিমান বাহিনীর প্রধান এয়ার জেস মার্শাল হাসান মাহমুদ খান জানান, বিমান বাহিনীর আধুনিকায়নের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সক্ষমতা বাড়াতে যুদ্ধবিমান ও attack helicopter কেনার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। আমি সর্বক্ষেত্রে স্বনির্ভরশীলতা আয়োজনের মাধ্যমে বিমান বাহিনীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। এর পরপরই ভারতীয় গণমাধ্যমগুলো বিভিন্ন সূত্র উল্লেখ করে জানাই চীনের jency যুদ্ধবিমান কেনার চেষ্টা করছে বাংলাদেশ সরকার। প্রথম দফায় বিমান বাহিনীর জন্য ষোলোটি jetncy কেনা হতে পারে। চীনের তৈরি jency। চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান।
Air two year এবং গ্রাউন্ড মিশনের মতো বহু মুখী কাজে ব্যবহার করা যায় এটিকে. বিমানটিতে রয়েছে অ্যাডভান্সড আকাশ প্রযুক্তি এবং রাডার সিস্টেম। যে ট্রেন আক্রমণের জন্য আধুনিক অস্ত্র বহনেও সক্ষম। পাকিস্তান চীনের যৌথভাবে তৈরি করা। যে সেভেনটির তুলনায় এটি বহু গুণ শক্তিশালী।
চীনের কাছ থেকে এই যুদ্ধ বিমান কিনলে ভারতের রাফালের সাথে পাল্লা দিতে পারবে JTnC। রাফালের পনেরো দশমিক দুই সাত মিটারের তুলনায় যে dency ষোলো মিটারের বেশি লম্বা। রাফালের প্রায় দশ হাজার কেজির তুলনায় সাড়ে আট হাজার কেজির jet tency ওজনেও বেশ হালকা। তবে ওজন বহন ও উচ্চতায় ওড়ার ক্ষমতায় রাফালের চেয়ে পিছিয়ে থাকলেও গতিতে বহু এগিয়ে যেতেন। রাফাল যেখানে প্রতি ঘন্টাই সর্বোচ্চ এক হাজার নয়শো বারো কিলোমিটার দূরত্ব পাড়ি দেয় সেখানে jency বিমান **** যেতে পারে। প্রায় আড়াই হাজার কিলোমিটার। ভারতীও গণমাধ্যমগুলো এরই মধ্যে বাংলাদেশের জেটেন্সি কেনার খবর ফলাও করে প্রচার করছে। বাংলাদেশের এই পদক্ষেপ দেশটির জন্য দুশ্চিন্তার বলেও জানাচ্ছে তারা। চীনা এই যুদ্ধবিমান বাংলাদেশের কমব্যাট রেডিনেস বাড়ানোর পাশাপাশি বিমান বাহিনীর সক্ষমতার উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসবে।
এছাড়াও আঞ্চলিক সুরক্ষায় আকাশ সক্ষমতার এই বৃদ্ধি বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদারেও পরিণত করবে। এদিকে আঞ্চলিকভাবে আরো একঘরে হয়ে পড়া ভারতও নিজেদের সুরক্ষা বাড়াতে শুরু করেছে তোড়জোড়। যুক্তরাষ্ট্র ইজরাইল ও ফ্রান্সের কাছ থেকে attack drone কেনার চুক্তি করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে দেশটি।