সফল হতে আপনাকে যা জানা প্রয়োজন। সফলতা। Rjtech360।

মানুষ সফলতার টানে দৈনিন্দ্য ছুটে বেড়াচ্ছে দেশের এই প্রান্ত হতে অনুপ্রান্তে।  শত চেষ্টা করার পরেও অনেকে সফলতার দেখা কেউ  পাই আবার কেউ পায় না।  তবে সফল হতে গেলে আপনাকে এই সাতটি জিনিস করতেই হবে।  
১. Try ( চেষ্টা)  
আপনি যে কাজটাই করেন না কেন আপনাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে, তবে-ই আপনি সফলতা অর্জন করতে পারবেন।  বাংলায় একটা প্রবাদ আছে,  একবার না পারিলে দেখ শতবার।  আপনি চেষ্টা করতে গিয়ে যতবার ব্যর্থ হবেন ততবারই শিখবেন।  ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।  তবে আপনি সফলতার দেখা পাবেন। এইজন্যই বলা হয়েছে সফলতার প্রথম ধাপটাই হচ্ছে চেষ্টা করা।  

২. sacrifice (ত্যাগ )  
জীবনে সফলতা অর্জন করতে হলে অবশ্যই আপনাকে ত্যাগ করতে হবে।  এখানেও একটা বাংলায় প্রবাদ আছে,  ভোগে নয় ত্যাগেই শান্তি।  জীবনের সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে হলে আপনাকে দরকার কঠোর পরিশ্রম এবং ত্যাগ।  সর্বপ্রথম আপনাকে যে ট্যাকটি করতে হবে,  নিজের পরিবার। জীবনের সফলতা অর্জন করতে হলে অবশ্যই আপনাকে পরিবার ত্যাগ করতে হবে।  পৃথিবীতে যত মানুষ সফলতার দেখা পেয়েছে তারা সবাই বাড়ি ছেড়েছে  বাড়ি ত্যাগ করেছে।  এইজন্যই বলা হয়েছে সফলতার দ্বিতীয় উপায় হচ্ছে ত্যাগ করা।  

৩. Struggle (সংঘর্ষ) 
সফলতার তৃতীয় পর্যায়ে যেটা রয়েছে সেটা হচ্ছে সংঘর্ষ।  সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে গেলে আপনাকে বিভিন্ন রকম সংঘর্ষের ভিতর দিয়ে অতিবাহিত করতে হবে। তো ভাই আপনি সফলতার দেখা পাবেন না।  ফ্রিতে বা বিনা পরিশ্রমে অর্জন করা সফলতা কখনোই আপনার ভবিষ্যৎ এনে দিতে পারে না।  সংঘর্ষের ভিতর দিয়ে নিজেকে অতিবাহিত করে নিতে গেলে অনেক বাধা-বিপত্তি আসবে।  আর আপনি এইসব বাধা-বিপত্তি এড়িয়ে চলতে পারলেই সফলতার দেখা পাবেন।  

৪. Failure (ব্যর্থ হওয়া)  
প্রতিটি ব্যর্থতা থেকে আসে সফলতা। অতএব আপনি যে কাজটাই করবেন না কেন সেখানে ব্যর্থতা আসবেই।  আর সেই ব্যর্থতা থেকে সফলতার উপায় বের করে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।  সফলতার চার নম্বর ধাপে রয়েছে ব্যর্থতা।  ব্যর্থতা আছে বলে মানুষ সফলতায় এত আনন্দ উল্লাস করে।  আপনি ব্যর্থ না হলে জীবনে কখনোই সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাইতে পারবেন না।  তাই আমি বলব ব্যর্থতাই ভেঙ্গে না পড়ে নিজেকে আরো কঠোরভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করুন।  তবেই তো আপনি সফলতার দেখা পাবেন।  

৫. Hard Work ( কঠোর পরিশ্রম)  
সফলতার পাঁচ নাম্বার পর্যায়ে রয়েছে কঠোর পরিশ্রম।  পরিশ্রম ছাড়া কখনোই সফলতা অর্জন করা সম্ভব নয়।  আজকে যারা সফলতার চূড়ান্ত পর্যায়ে আছেন একটা সময় তারা খুব কঠোর পরিশ্রম করেছেন।  সেদিনের কঠোর পরিশ্রমী তাদেরকে আজ সফলতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে দিয়েছে।  অতএব বলা যায় যে কঠোর পরিশ্রম ছাড়া জীবনে সফলতা অর্জন করা অসম্ভব।  একটা জিনিস মাথায় রাখবেন পরিশ্রম কখনো মানুষের সাথে বেইমানি করতে পারে না।  আপনার আজকের পরিশ্রম আগামী দিনে আপনাকে সুন্দর একটা ভবিষ্যৎ এনে দিবে।  তাই আমি বলব কোন রকম বাজে চিন্তা না করে জীবনের সফলতা অর্জন করতে হলে কঠোর পরিশ্রম করুন।  

৬. Patience ( ধৈর্য)  
সফলতার 6 নাম্বার পর্যায়ে রয়েছে ধৈর্য।  জীবনে সফলতা অর্জন করতে হলে আপনাকে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে।  কোন কাজে ব্যর্থ হলে সেখান থেকে কখনোই ধর্য্য হারা হওয়া যাবে না।  আপনি যত বেশি ধৈর্য ধারণ করতে পারবেন সফলতা ঠিক আপনার তত দ্রুত ধরা দিবে।  একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের মাঝে অনেকেরই ধৈর্য ধারণ করার ক্ষমতা অনেকই কম।  যার কারণে কঠোর পরিশ্রম করার পরেও সফলতার দেখা পায় না।  অতএব আপনি,  জীবনে যত খারাপ সময় আসুক আপনাকে ধৈর্য ধারণ করে সেটার সাথে মোকাবেলা করতে হবে।  তবে আপনি সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারবেন।  

৭. Faith.  ( নিজের উপর বিশ্বাস)  
সফলতার সাত নম্বর পর্যায়ে রয়েছে নিজের উপর বিশ্বাস।  নিজের উপর বিশ্বাস রেখে যারা চলে তারা কখনো হারে না।  আপনার বিশ্বাস আপনাকে পৌঁছে দেবে সফলতার চূড়ান্ত পর্যায়ে।  তাই বলে কি আপনি যখন যে কাজটা করবেন অবশ্যই নিজের উপর বিশ্বাস রাখবেন।  নিজের সিদ্ধান্তকে গুরুত্ব দিবেন।  


উপরের যে সাতটি নিয়ম তুলে ধরা হয়েছে আপনি যদি এই সাতটি নিয়ম মেনে চলতে পারেন অবশ্যই আপনি একদিন সফলতার চূরান্ত পর্যায়ে পৌঁছাতে পারবেন।  

*

Post a Comment (0)
Previous Post Next Post