এই গরিবের দুঃখ নিবানি....
আমার মাওলা রে....!
এই গরিবের দুঃখ নিবানি
আমার মাওলারে...!
সংসারের ভার মাথায় দিলা...
জায়গা জমি কাইরা নিলা... (২)
শেষ হবে কি দুঃখের রজনী....
আমার মাওলা রে...!
এই গরিবের দুঃখ নিবানি...
আমার মাওলা রে...! (২)
চোখের পানি চোখে বয়ে,
শান্তি নাই আর মাটির দেহে রে....।
চোখের পানি চোখেই বয়ে,
শান্তি নাই আর মাটির দেহে রে...।
কত দুঃখ অন্তর সহে, একটু দয়া করবানি...
মাওলা রে...
এই গরিবের দুঃখ নিবানী...।
এই গরিবের দুঃখ নিবানি...
আমার মাওলা রে...। (২)
কুমার যেমন পোড়াই ঘটি...
আগুন দিয়া পরিপাটি রে...।
কুমার যেমন পোড়াই ঘটি...
আগুন দিয়া পরিপাটি রে...।
সাধের জনম হইলো মাটি, নয়ন মেলে দেখবানি...
মাওলা রে...
এই গরীবের দুঃখ নিবানী... ।
এই গরিবের দুঃখ নিভানি...
আমার মাওলা রে...। (২)
কই মল্লিকে মরলেই বাচি...
আজরাইলের কাছাকাছি রে...।
কই মল্লিকে মরলেই বাঁচি...
আজরাইলের কাছাকাছি রে...।
কোনো মতে বেঁচে আছি, একটু শান্তি দিবানি
আমার মাওলা রে....!
এই গরীবের দুঃখী নিবানী...
আমার মাওলা রে... (২)
অন্য পোস্ট : শীতে ত্বকের যত্ন কিভাবে নিবেন | শীতকালীন ত্বকের যত্ন