কলেজের করিডোরে দাড়িয়ে তুমি। লিরিক্স। মনির খান। Rj Tech

কলেজের করিডোরে দাড়িয়ে তুমি.. 
আমার প্রহর কত গুনতে।  
মেঘলা আকাশ হতো মনটা তোমার.. 
যদি আমি আসবো না শুনতে।  

কলেজের করিডোরে দাড়িয়ে তুমি.. 
আমার প্রহর কত গুনতে।  
মেঘলা আকাশ হতো মনটা তোমার.. 
যদি আমি আসবো না শুনতে।  

চোখের পানি আর কপালে ঘাম.. (২)
মিলে মিশে হতো একা-কার।  

জানি না এখন তুমি কোথায় আছো...! 
সাজিয়েছো কার সংসার। ... 

জানি না এখন তুমি কোথায় আছো... 
সাজিয়েছো কার সংসার। ... 

নিল নিল কালীতে লিখতে চিঠি... 
উত্তর পেতে হলে দেরি....
তুমি করতে আমার সাথে আড়ি।

নিল নিল কালীতে লিখতে চিঠি... 
উত্তর পেতে হলে দেরি....
তুমি করতে আমার সাথে আড়ি..। 

সেই দিন - সেই সৃতি,  সেই হাসি - গান.. 
সেই দিন - সেই সৃতি,  সেই হাসি - গান.. 
এখন কি মনে পড়ে আর.....!  

জানি না এখন তুমি কোথায় আছো... 
সাজিয়েছো কার সংসার। ... 

তিল তিল জমা ভালোবাসা কে... 
তুমি নিজের-ই তুমি মারলে... 
তুমি এতোটা নিষ্ঠুর হতে পারলে।  


তিল তিল জমা ভালোবাসা কে... 
তুমি নিজের-ই তুমি মারলে... 
তুমি এতোটা নিষ্ঠুর হতে পারলে।  


তুমি তো খুঁজে নিলে সুখের ভূবন.. (২) 
ভাবলে না কি হবে আমার। 

জানি না এখন তুমি কোথায় আছো... 
সাজিয়েছো কার সংসার। ... (২) 


কলেজের করিডোরে দাড়িয়ে তুমি.. 
আমার প্রহর কত গুনতে।  
মেঘলা আকাশ হতো মনটা তোমার.. 
যদি আমি আসবো না শুনতে। (২) 

জানি না এখন তুমি কোথায় আছো... 
সাজিয়েছো কার সংসার। ...(২) 

  • Monir Khan Ekdin Thakbona Ami 
  • মনির খানের গান 
  • অঞ্জনা মনির খানের গান 
  • মনির খানের বিরহের গানের লিরিক্স
  • মনির খানের বিরহের গান অডিও
  • ডাউনলোড মনির খানের প্রথম এলবাম

*

Post a Comment (0)
Previous Post Next Post