সুস্থ থাকার ১০টি উপায়। Rj tech 360।

 বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে দশটি Health Tips শেয়ার করবো।  আপনারা হয়তো এগুলো সবাই জানেন।  কিন্তু আমরা অনেকেই এই জিনিসগুলো সব সময় ঠিক মতো পালন করতে পারি না।  যার ফলে আমাদের শরীরে অনেক রোগ ব্যাধি দেখা দেয়। তাই আজকে আমি যে দশটি tips শেয়ার করবো তা আপনাদের অবশ্যই পালন করা উচিত। তাহলে আপনারা অনেক রোগ ব্যাধির থেকে মুক্ত থাকতে পারবেন।  তাহলে চলুন  শুরু করা যাক।


আজকের আলোচনা বিষয় হলো : 

  • সুস্থ থাকার জন্য করণীয়
  • সুস্থ থাকার উপায় pdf
  • শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার উপায়
  • সুস্থ থাকার ৫০ টিপস
  • আজীবন সুস্থ থাকার উপায়
  • মানসিক স্বাস্থ্য ভালো রাখার উপায়

প্রথম হলো আমাদের রাতে সব সময় তাড়াতাড়ি ঘুমোনো উচিত।  কখনোই দেরি করে ঘুমানো ঠিক না। 


দ্বিতীয় হলো আমার সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা উচিত।


তৃতীয় হলো আমাদের সবসময় পুষ্টিকর খাবার খাওয়া উচিত। আমাদের fast food type এর খাবার যতটা সম্ভব avoid করা উচিত।  আমাদের সব সময় green vegetables বেশি পরিমাণে খাওয়া প্রয়োজন। যা  আমাদের স্বাস্থ্যের উন্নতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ


চতুর্থ হল আমাদের ভালো ভালো বই পড়ার habit করা উচিত। যা আমাদের knowledge বাড়ানোর পাশাপাশি আমাদের চিন্তা ভাবনাকেও সুন্দর করে তোলে।  যা একটা সুস্থ জীবনের জন্য খুব import . 


পঞ্চম হলো আমাদের প্রতিদিন অল্প হলেও একটু দৌড়ানো উচিত। যা আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য খুবই জরুরি।


সপ্তম হলো আমাদের প্রতিদিন ফল খাওয়া উচিত।


অষ্টম হলো আমাদের ডেইলি প্রচুর পরিমাণে জল খাওয়া খুবই জরুরি।  


নবম হলো আমাদের প্রতিদিন এক্সারসাইজ করা উচিত। যার ফলে আমাদের শরীরে রক্ত সঞ্চালন খুব ভালোভাবে হবে।  আর শেষ পয়েন্ট হল আমার সবার সাথে মিলেমিশে থাকা উচিত। 


বন্ধুবান্ধব পরিবার পরিজন সবার সাথে মিলেমিশে থাকা উচিত। আশা করছি আপনারা এই দশটি tips মেনে চলবেন। আমি মনে করি আপনারা যদি এগুলো মেনে চলেন তাহলে আপনাদের শরীর স্বাস্থ্য ও মন সবসময় ভালো থাকবে। আজকের মতো এই পর্যন্তই।

*

Post a Comment (0)
Previous Post Next Post