পরিবারকে ছাড়া প্রথম রোযা। প্রবাসি মানুষ।

পরিবার ছাড়া প্রথম রোযা হতে যাচ্ছে। আমি গত ১৮/১১/২০২৩ সালে আমার পরিবার ছেড়ে,  আমার প্রিয় গ্রামকে ছেড়ে দূর প্রবাসে ( মালাইশিয়া) পাড়ি জমায়। সেদিন সবাইকে ছেড়ে আসাটা ছিল আমার জন্য খুবই কষ্টদায়ক। দেখতে দেখতে আজ ৪ মাস হতে চললো তারপর আবার রোযা চলে আসছে।  এই রোযা তে খুব মিস করবো আমার পরিবার কে আমার প্রিয় মানুষ গুলোকে।  



সত্যি বলতে খুব মিস করছি  আমার নয়নের মনি কলিজার টুকরা মা জননীকে এবং প্রিয় বাবাকে।  আমি ভাষায় প্রকাশ করতে পারবো না কতটা মিস করছি আমার পরিবারকে।  এই রমজান মাসটা আমার জন্য খুবই কস্টের হবে।  কারণ এখানে তো আমার মা নাই বাবা নাই। এখনে কেউ মায়ের মতো বলবে না,  এই উঠ খেয়েনে।  সময় বেশি নাই। কালকে রোযা থাকতে হবে প্রথম রোযা।  


খুব কস্ট লাগছে এইটা ভেবে যে,  এখানে মায়ের ডাক বাবার ডাক শুনতে পারবো না।  জোর করে কেউ বলবে না মনি শোনা বাজান সয়ম কম,  একটু কস্ট করে উঠে খেয়েনে।  মা আরো বলতো এই মনি উঠো,  দেখ সেহেরি তে তোর প্রিয় খাবার রান্না করছি। তাড়াতাড়ি উঠ ঠান্ডা হয়ে যাচ্ছে।  


মিস করবো সেহেরিতে মায়ের হাতের রান্না করা আমার প্রিয় খাবার গুলো।  সত্যি আজ খুব মিস করছি মা তোমাকে।  আজ শুধু মনের ভিতর একটা ই কথা বার বার মনে হয়..!  মায়ের স্নেহ বাবার আদর থাকতেও পাইলাম না ।  ভাগ্য আমায় আনলো টেনে রুটি রুজির কাজে। মহান সৃষ্টি কর্তার কাছে আমার একটাই প্রার্থনা হে আমার প্রভু তুমি আমার মা বাবাকে হাজার বছর বাচিয়ে রেখো।  


মিস করবো ইফতারে মায়ের হাতের করা বিভিন্ন খাবার। মিস করবো মা বাবার সাথে এক সাথে বসে ইফতারি করা।  শুনতে পারবো না মসজিদের মাইকে  মহাজ্জিনের কথা ওই সে কথাটা,  সেহেরীর আর মাত্র ১০ মিনিট সময় আছে এবং সেহেরীর সময় শেষ এখন আর কেউ সেহেরি খাবেন না।  এই সব কিছু যেনো আজ স্মৃতির পাতায় চলে গেছে।  


পরিবার ছাড়া রোযা খুব-ই কস্টের।  দোয়া করি মহান আল্লাহ কাছে দেশ এবং বিদেশের সকল মানুষ যেনো এই সিয়াম সাধনার মাসটা খুব সুন্দর ভাবে পালন করতে পারেন। মহান আল্লাহ যেনো আমাদের সবাই কে ৩০ টা রোযা এবং ৫ ওয়াক্ত নামায যামাতের সাথে সুন্দর ভাবে আদায় করতে পারি সেই তওফিক দান করুন।  সিয়াম সাধনার মাসটা হচ্ছে  সকল মুসলমান জাতির গুনাহ  মাপের একটা মাস।  রহমত এবং ফজিলত এর একটা মাস।  এই মাসটার গুরুত্ব অপরিসীম।  


এবারের রোজাটা  আমার জন্য হতে যাচ্ছে খুবই কস্টের তারপর ও মহান সৃষ্টি কর্তার কাছে লাখো শুকরিয়া সিয়াম সাধনার এবং গুনাহ মাপের জন্য রহমত ও ফজিলতময় একটি পাইলাম। প্রত্যেকটা রোজারই গুরুত্ব অপরিসীম। মহান আল্লাহ আমাদের সবাই কে সিয়াম সাধনার তওফিক দান করুন। 


দোয়া করি আমার বাবা - মায়ের জন্য।  দোয়া করি সকল প্রবাসির জন্য।  সবাই যেনো সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে সিয়াম সাধনা করতে পারেন।  

*

Post a Comment (0)
Previous Post Next Post